Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

সার্কিট হাউস

ঠাকুরগাঁও সার্কিট হাউজ

 সার্কিট হাউজের পটভূমি

সার্কিট হাউজ ১৯৯৫ সালে নির্মিত হয়েছে এবং শহরের কেন্দ্র স্থল থেকে পুরাতন বাসষ্ট্যান্ডগামী বঙ্গবন্ধু সড়কের দক্ষিণ পার্শ্বে অবস্থিত।

অবস্থান

শহরের কেন্দ্রস্থল থেকে পুরাতন বাস ষ্ট্যান্ড গামী বঙ্গবন্ধু সড়কের দক্ষিণ পার্শ্বে সার্কিট হাউজ পশ্চিমে অবস্থিত ।

অন্যান্য সুবিধা

গ্রাউন্ড ফ্লোরে ৪০ আসন বিশিষ্ট এসি কনফারেন্স রুম ও ৪০ আসন বিশিষ্ট নন এসি ডাইনিং রুম এবং প্রথম ফ্লোরে ১১ আসন বিশিষ্ট নন এসি ভিআইপি লাউন্জ আছে।

সার্কিট হাউজেরউদ্বোধন

১৯৯৫ সালে নির্মিত হয়েছে এবং ২৫ জুলাই ১৯৯৫ তারিখে উদ্বোধন করা হয়।

যোগাযোগ

অভ্যর্থনা কক্ষের টেলিফোন নম্বর ০৫৬১-৫৩৪০০।

ঠাকুরগাঁও সার্কিট হাউজ তিন তলা বিশিষ্ট। দোতলায় ০২ (দুই) টি ভিআইপি কক্ষ ও ০৬ (ছয়) টি সাধারণ কক্ষ এবং তিনতলায় ০২ (দুই) টি ভিআইপি কক্ষ ও ০৬ (ছয়) টি সাধারণ কক্ষ মোট ১৬ (ষোল) টি কক্ষ রয়েছে।

ছবি


সংযুক্তি


সংযুক্তি (একাধিক)