Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
“ফ্রিল্যান্সার টু এন্টাপ্রিনিউর ডেভেলপমেন্ট প্রোগ্রাম” রেজিস্ট্রেশন
বিস্তারিত

 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয় সারাদেশব্যাপী একই সাথে “ফ্রিল্যান্সার টু এন্টাপ্রিনিউর ডেভেলপমেন্ট প্রোগ্রাম” শুরু করেছে। সারাদেশে আইসিটি ফ্রিল্যান্সার (যারা আউটসোর্সিং কাজ করেন) ও আইসিটি বিষয়ক যেকোন ব্যবসায় উদ্যোগ যারা শুরু করেছেন এমন ব্যক্তিদের “উদ্যোক্তা” হিসেবে উন্নয়নের জন্য এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ কর্মসূচিতে প্রশিক্ষন প্রদানের মাধ্যমে এন্টাপ্রিনিউর হিসেবে গড়ে তুলে কালিয়াকৈর হাইটেক পার্ক, যশোর হাইটেক পার্ক ও অন্যান্য বিভাগ ও জেলা পর্যায়ে ব্যাবসা পরিচালনার জন্য সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা করা হয়েছে। এ নিমিত্তে আগ্রহীগন অতিসত্তর নিম্নোক্ত রেজিস্ট্রেশন ফর্মটি ডাউনলোড ও পূরনপূর্বক আইসিটি শাখা, জেলা প্রশাসকের কার্যালয়ে অথবা acictthakurgaon@yahoo.com এ প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।

 

এরপর অনলাইন রেজিস্ট্রেশনের জন্য নিচের  লিংকে ক্লিক করুন।

http://www.freelancer2entrepreneur.com

ডাউনলোড
প্রকাশের তারিখ
11/05/2014