Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

বুড়ির বাঁধ

 

১৯৮২ সালের দিকে শুষ্ক মৌসুমে কৃষি জমির সেচ সুবিধার জন্য ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ও চিলারং ইউনিয়নের সীমানায় শুক নদীতে বাঁধ নির্মাণ করা হয়, যা বুড়ির বাঁধ নামে পরিচিত।

এখানে একটি মাছের অভয়াশ্রম রয়েছে। ৫০ একর এলাকাজুড়ে সুক নদীর উপর নির্মিত হয়েছে বুড়ির বাঁধ মৎস্য অভয়াশ্রম। সারা বছর কাউকে এখানে মাছ ধরতে দেওয়া হয় না। বুড়ির বাঁধ এ আটকে থাকা পানিতে প্রতিবছর মৎস্য অধিদফতর বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়ে। এরপর শীতের শুরুতে এ মাছ সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এভাবেই বছরের পর বছর ধরে এ সময়টাই চলে আসছে বুড়ির বাঁধ এলাকায় মাছ ধরার মিলন মেলা।

ছবি


সংযুক্তি


সংযুক্তি (একাধিক)