Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাতারমারী বধ্যভূমি, পীরগঞ্জ

ভাতারমারী বধ্যভূমি, পীরগঞ্জ

ভাতারমারী বধ্যভূমি পীরগঞ্জ উপজেলার জামালপুর ইক্ষু গবেষণা কেন্দ্রের পার্শ্বে অবস্থিত। মুক্তিযুদ্ধ চলাকালে সুজাউদ্দিন, অধ্যাপক গোলাম মোস্তফা, আব্দুল জব্বার, আতিউর রহমান, মোজাফফর হোসেন, জিতেন্দ্রনাথ সুত্রধর, মণিন্দ্রনাথ সূত্রধর প্রমুখ ব্যক্তিগণকে পীরগঞ্জ পূর্ব চৌরাস্তা হতে তৎকালীন পাক হানাদার বাহিনী দেশীয় রাজাকারদের সহযোগিতায় ভাতারমারী ফার্ম নামক এলাকায় গুলিবিদ্ধ করে নির্মমভাবে হত্যা করে এবং সেখানে তাদের লাশগুলোকে ফেলে রাখে। স্থানীয় লোকদের বর্ণনামতে এজন্য একে ভাতারমারী বধ্যভূমি বলা হয়। বর্তমান সরকার সেই জায়গায় শহীদদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে। ঠাকুরগাঁও শহরের কেন্দ্র হতে জায়গাটির দূরত্ব ১৫.৬ কিলোমিটার।

১৯৭১ সালের ১৭ এপ্রিল পাকিস্তানি সৈন্যরা পীরগঞ্জে প্রথম হানা দিয়ে অধ্যাপক গোলাম মোস্তফাসহ রাজনীতিবিদ, শিক্ষক, ব্যবসায়ী, শ্রমিকসহ সাত বাঙালিকে ধরে নিয়ে ভাতারমারী আখের খামারে হত্যা করে লাশ ফেলে চলে যায়। ওই দিন আরও যাঁদেরকে হত্যা করা হয়েছিল তাঁরা হলেন মফিজউদ্দীন আহাম্মদ, আবদুল জব্বার, মোজাফ্ফর হোসেন, মো. আতিউর রহমান ও সুনীল কুমার শীল।