Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা প্রশাসনের পটভূমি

ঠাকুরগাঁও জেলা বাংলাদেশের উত্তরপ্রান্তে রংপুর বিভাগের একটি প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ জনপদ। ১৮০০ সালে বৃটিশ শাসনামলে টাঙ্গন, শুক, কুলিক, পাথরাজ ও ঢেপা বিধৌত এ জনপদের একটি ঠাকুর পরিবারের উদ্যোগে বর্তমান ঠাকুরগাঁও পৌরসভা এলাকার উত্তর পার্শ্বে একটি থানা স্থাপিত হয়। তাদের নাম অনুসারে থানাটির নাম হয় ঠাকুরগাঁও থানা। মতান্তরে ঠাকুর-অর্থাৎ ব্রাক্ষণদের সংখ্যাধিক্যের কারণে স্থানটির নাম ঠাকুরগাঁও হয়েছে। ১৮৬০ সালে এটি মহকুমা হিসেবে ঘোষিত হয়। তৎকালিন সময়ে এ মহকুমার অধীনে ৬ টি থানা ছিল যথা: সদর, বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ, রাণীশংকৈল, হরিপুর ও আটোয়ারী। ১৯৪৭ সালে ভারতের জলপাইগুড়ি ও কোচবিহার জেলার ৪ টি থানা-পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ ও তেতুলিয়া নিয়ে ১০ টি থানার মহকুমা হিসেবে ঠাকুরগাঁও নতুন ভাবে যাত্রা শুরু করে। কিন্তু ১৯৮১ সালে আটোয়ারী, পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ ও তেতুলিয়া নিয়ে পঞ্চগড় আলাদা মহকুমা হলে টাকুরগাঁও এর ভৌগলিক সীমানা ৫টি থানা এলাকায় সংকুচিত হয়ে যায়। ১৯৮৪ সালের ১লা ফেব্রুয়ারী ঠাকুরগাঁও জেলা যাত্রা শুরু করে। বর্তমানে এ জেলায় ৩টি পৌরসভা, ৬৪৭ টি মৌজা ও ৭৭০ টি গ্রাম রয়েছে।