Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ব্যবহার অযোগ্য /বাতিল পাঠ্য পুস্তক নিলাম বিজ্ঞপ্তি-২০১৩
বিস্তারিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় ঠাকুরগাঁও। নিলাম বিজ্ঞপ্তি এতদ্বারা সর্ব সাধারণ/পুরাতন বই ক্রয়কারী প্রতিষ্ঠান/ব্যবসায়ীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র জেলা প্রাথমিক শিক্ষা অফিস, ঠাকুরগাঁও এবং এর অধিনে ৫টি উপজেলা শিক্ষা অফিসের গুদামে রক্ষিত বাতিল/ব্যবহার অযোগ্য পুরাতন বই প্রকাশ্য নিলাম ডাকে বিক্রয় করা হবে। আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠানকে নিলামে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। আগামী ১৩/০২/২০১৩ খ্রিঃ তারিখ দুপুর ১২.০০ ঘটিকায় প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের শর্ত সমূহঃ 1. প্রকাশ্য নিলামের স্থানঃ জেলা প্রাথমিক শিক্ষা অফিস, ঠাকুরগাঁও। তারিখঃ ১৩/০২/২০১৩ খ্রিঃ দুপুর ১২.০০ ঘটিকা। 2. প্রতি কেজি বইয়ের সরকারী সর্বনিম্ন মূল্য ১৫/- (পনের) টাকা মাত্র। 3. জেলা ও উপজেলা গুদামে যেখানে যে অবস্থায় আছে, নিলাম ডাকের পূর্বে গুদামে রক্ষিত বই দেখে নিতে হবে। ডাকের পরে এ বিষয়ে কোন আপত্তি গ্রহণযোগ্য হবে না। 4. নিলাম ডাকে অংশগ্রহণকারীগণকে নিলামে অংশগ্রহণের পূর্বে যে কোন সিডিউল ব্যাংক থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ঠাকুরগাঁও এর অনুকুলে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকার ব্যাংক ড্রাফ্ট (ফেরৎ যোগ্য ) দাখিল করতে হবে। 5. চুড়ান্ত অনুমোদিত নিলাম ডাককারীকে নিজ খরচে বই সমূহ জেলা ও উপজেলায় রক্ষিত গুদাম হতে সংগ্রহ করতে হবে। 6. নিলাম কার্যাদেশ গ্রহণের পূর্বে জামানত হিসাবে ১০,০০০/- ( দশ হাজার) টাকা কোন সিডিউল ব্যাংক থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ঠাকুরগাঁও এর অনুকুলে দাখিল করতে হবে। 7. চুড়ান্ত অনুমোদিত নিলাম ডাককারীকে পুরাতন বই গ্রহণের পূর্বে নগদ মূল্য পরিশোধ করতে হবে। 8. চুড়ান্ত অনুমোদিত নিলাম ডাককারী কার্যাদেশে উল্লেখিত তারিখের মধ্যে মালামাল সরবরাহ গ্রহণ ও মূল্য পরিশোধ না করলে জামানত বাজেয়াপ্ত করা হবে। 9. সরকারি বিধি মোতাবেক ভ্যাট ও আয়কর কর্তন যোগ্য। 10. নিলাম কমিটি কোন কারন দর্শানো ব্যাতিরেকে যে কোন/ সকল নিলাম ডাক বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। স্বাক্ষরিত/- (এস.এম তৌফিকুজ্জামান) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঠাকুরগাঁও। স্মারক নং : জেপ্রাশিঅ/ঠাকুর/পাঠ্যবই নিলাম/১৩/ 166/19 তারিখ : ০৪/০২/২০১৩ খ্রিঃ ১. মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা। দৃষ্টি আকর্ষণঃ সহকারী পরিচালক (বই বিতরণ)। ২. পরিচালক (প্রশাসন), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা। ৩. জেলা প্রশাসক, ঠাকুরগাঁও। ৪. পুলিশ সুপার , ঠাকুরগাঁও। ৫. বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা, রংপুর বিভাগ, রংপুর। ৬. নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, ঠাকুরগাঁও। ৭. নির্বাহী প্রকৌশলী, গণপুর্ত বিভাগ, ঠাকুরগাঁও। ৮. উপজেলা নির্বাহী অফিসার (সকল)। ৯. সুপরিনটেনডেন্ট, পিটিআই, ঠাকুরগাঁও। 11. উপজেলা শিক্ষা অফিসার, (সকল) ঠাকুরগাঁও। 12. নোটিশ বোর্ড অত্র কার্যালয়। 13. অফিস কপি। স্বাক্ষরিত/- (এস.এম তৌফিকুজ্জামান) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চঃদা) ঠাকুরগাঁও।
ডাউনলোড
প্রকাশের তারিখ
05/02/2013