ঠাকুরগাঁও সার্কিট হাউজ
সার্কিট হাউজের পটভূমি |
সার্কিট হাউজ ১৯৯৫ সালে নির্মিত হয়েছে এবং শহরের কেন্দ্র স্থল থেকে পুরাতন বাসষ্ট্যান্ডগামী বঙ্গবন্ধু সড়কের দক্ষিণ পার্শ্বে অবস্থিত। |
অবস্থান |
শহরের কেন্দ্রস্থল থেকে পুরাতন বাস ষ্ট্যান্ড গামী বঙ্গবন্ধু সড়কের দক্ষিণ পার্শ্বে সার্কিট হাউজ পশ্চিমে অবস্থিত । |
অন্যান্য সুবিধা |
গ্রাউন্ড ফ্লোরে ৪০ আসন বিশিষ্ট এসি কনফারেন্স রুম ও ৪০ আসন বিশিষ্ট নন এসি ডাইনিং রুম এবং প্রথম ফ্লোরে ১১ আসন বিশিষ্ট নন এসি ভিআইপি লাউন্জ আছে। |
সার্কিট হাউজেরউদ্বোধন |
১৯৯৫ সালে নির্মিত হয়েছে এবং ২৫ জুলাই ১৯৯৫ তারিখে উদ্বোধন করা হয়। |
যোগাযোগ |
অভ্যর্থনা কক্ষের টেলিফোন নম্বর ০৫৬১-৫৩৪০০। |
ঠাকুরগাঁও সার্কিট হাউজ তিন তলা বিশিষ্ট। দোতলায় ০২ (দুই) টি ভিআইপি কক্ষ ও ০৬ (ছয়) টি সাধারণ কক্ষ এবং তিনতলায় ০২ (দুই) টি ভিআইপি কক্ষ ও ০৬ (ছয়) টি সাধারণ কক্ষ মোট ১৬ (ষোল) টি কক্ষ রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস