যোগাযোগ:
সৈয়দ মমিনুল হক (বাবু)
সভাপতি, ঠাকুরগাঁও জেলা ফুটবল এসোসিয়েশন
সৈয়দ মোঃ আলী স্টেডিয়াম স্টেডিয়াম ভবন, ঠাকুরগাঁও।
ফোন: ০১৭১৪৩৮৩৪৪৪
আজ রোববার থেকে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।বিকাল সাড়ে ৩টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফয়সল মাহমুদ,পৌর মেয়র এস এম এ মঈন, সৈয়দ মোমিনুল হক বাবু,মাসুদুর রহমান বাবু । এ টুর্নামেন্টে ৬টি দল প্রতিযোগীতায় নেমেছে। উদ্বোধনী দিনে বালিয়াডাঙ্গী উপজেলা ক্রীড়া সংস্থা ও ঠাকুরগাঁও পৌর সভা দল মাঠে নামে।
ঠাকুরগাঁওয়ে প্রাইম ব্যাংক ২য় বিভাগ ফুটবল লীগের ফাইনাল খেলায় আগমনী স্পোটিং ক্লাব ৫ গোলে জয়ী হয়েছে। শুক্রবার ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। এ সময় আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের নিবার্হী অফিসার আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ, জেলা ক্রীড়া অফিসার আবু মহিউদ্দন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সৈয়দ মমিনুল হক বাবু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক মিজানুর রহমান, প্রাইম ব্যাংকের ঠাকুরগাঁও শাখার ব্যবস্থাপক নজরুল ইসলাম। খেলায় আগমনী স্পোটিং ক্লাব ৫-০ গোলে ইউনিটি স্পোটিং ক্লাবকে পরাজিত করে। পরে জেলা প্রশাসক আগমনী স্পোটিং ক্লাবকে পুরস্কার তুলে দেন।
”ক্রীড়াই হোক মাদক নিরাময়ের একমাত্র হাতিয়ার” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে প্রথম বিভাগ ফুটবল লীগ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের জিলা স্কুল বড়মাঠে জেলা ফুটবল এসোসিয়েশন এর আয়োজনে ওয়েস্টার্ণ মেরিন শিপইয়ার্ড এর সহযোগিতায় এ ফুটবল লীগ শুরু হয়। এ উপলে আয়োজিত উদ্ধোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার চেয়ারম্যান মুহাম্মদ শহিদুজ্জামান। অনুষ্ঠানে গেষ্ট অব অনার ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ হোসেন মুন। এতে সভাপতিত্ব করেন জেলা ফুটবল সংস্থার সভাপতি মমিনুল হক বাবু। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন। পরে অনুষ্ঠানে প্রধান অতিথি শান্তির প্রতীক পায়রা উড়িয়ে খেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। উদ্বোধনী খেলায় ১-০ গোলে সাম্য ক্রীড়া ফুটবল দল যুব সংসদ একাদশকে পরাজিত করে। এ লীগে মোট ৭টি দল অংশ গ্রহণ করেছে। খেলা উপভোগ করতে মাঠে অসংখ্য দর্শকের সমাগম হয়।
গাইবান্ধাকে হারিয়ে ঠাকুরগাঁও চ্যাম্পিয়ন (০৩ জুন ২০১০)
ডানোন নেশনস কাপ প্রতিযোগিতার ঠাকুরগাঁও অঞ্চলের খেলায় স্বাগতিক দল চ্যাম্পিয়ন হয়েছে গাইবান্ধা জেলা দলকে হারিয়ে। জেলা স্কুল বড় মাঠে মঙ্গলবার চূড়ান্ত খেলায় ঠাকুরগাঁও ২-১ গোলে জেতে গাইবান্ধার বিপক্ষে। খেলায় ১০ থেকে ১২ বছরের ছেলেরা অংশ নেয়। ঠাকুরগাঁওয়ের পক্ষে গোল করেন শ্যামল ও বাবুল। গাইবান্ধার হৃদয় একটি গোল করেন। প্রতিযোগিতায় অংশ নেয় ঠাকুরগাঁও, পঞ্চগড়, জয়পুরহাট, গাইবান্ধা ও রংপুর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ঠাকুরগাঁও জেলা ফুটবল এসোসিয়েশন প্রতিযোগিতার আয়োজন করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস