ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্রে জেলা শহরের সত্যপীর ব্রিজ এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে গড়ে তোলা হয়েছে নান্দনিক বিনোদন কেন্দ্র ‘ডিসি পর্যটন পার্ক’ ও ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ চত্বর। জেলা প্রশাসনের বাস্তবায়নে ও তত্বাবধানে আধুনিকতার ছোঁয়ায় সকল বয়সের মানুষের ভিন্ন ভিন্ন সুযোগ সুবিধা রেখে এ পার্কটি নির্মাণ করা হয়েছে। ডিসি পর্যটন পার্ক, ঠাকুরগাঁও এ রয়েছে ছোট শিশুদের জন্য দুটি রাইড। পার্কের সবুজ প্রকৃতি খুব সহজেই এ অঞ্চলের অধিবাসীদের আকৃষ্ট করে। প্রতিদিন অসংখ্য মানুষ এই পার্কে ঘুরতে আসে। ঠাকুরগাঁও শহরের কেন্দ্র হতে জায়গাটির দূরত্ব মাত্র ১.৮ কিলোমিটার। বর্তমানে পার্কটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পার্কে প্রবেশমূল্য জনপ্রতি মাত্র ১০ (দশ) টাকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস