Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

রেডক্রিসেন্ট

ঠাকুরগাঁওয়ে রেডক্রিসেন্টের ত্রাণ বিতরণ

ঠাকুরগাঁওয়ের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে রেডক্রিসেন্ট সোসাইটি। রেডক্রিসেন্ট এর  সহায়তায় ১৪ জুলাই ২০১৩ সকাল ১১ টায় সদর উপজেলার ৫শ পরিবারকে শাড়ি,লুঙ্গি ও শিশুদের জামা কাপড় প্রদান করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফয়সল মাহমুদ,জেলা পরিষদের প্রশাসক সাদেক  কুরাইশী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড.মকবুল হোসেন বাবু, রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী  পরিচালক  রেজাউল করিম,আইসিআরসির কো-অপারেশন অফিসার আমিনুল ইসলাম, প্রোগাম অফিসার শাহিনুর রহমান, রেডক্রিসেন্ট ঠাকুরগাঁও ইউনিটের সাধারণ সম্পাদক সলাইমান আলী সরকার প্রমুখ।

 

ঠাকুরগাঁওয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির ৩ দিনব্যাপী চিকিৎসা প্রশিক্ষণ শুরু

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ঠাকুরগাঁও ইউনিট এর উদ্যোগে ও সুগার মিলস উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় ৬ মে ২০১২ সুগার মিলস উচ্চ বিদ্যালয়ে যুব রেড ক্রিসেন্ট দলের যুব সদস্যদের ৩ দিনব্যাপী রেডক্রস/রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ শুরু হয়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সেলিনা আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক সৈয়দ সোলায়মান আলী সরকার। বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য এসএম সালাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহমাদ, ঠাকুরগাঁও সুগার মিলস উচ্চ বিদ্যালয়ের যুব রেড ক্রিসেন্ট শিক্ষক ইনচার্জ নুরুল ইসলাম, ঠাকুরগাঁও রেড ক্রিসেন্ট এর যুব প্রধান মোঃ হাবিবুর রহমান পলাশ, উপযুব প্রধান-১ রেজাউল করিম মামমুন, শাহাদাত হোসেন কবির, নবাব আলী, আজহারুল ইসলাম শ্রাবণ।