Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ঠাকুরগাঁও পৌরসভা

ঠাকুরগাঁও পৌরসভার প্রেক্ষাপট

বাংলাদেশের উত্তরের প্রত্যন্ত অঞ্চলের জনপদ ঠাকুরগাঁও। শস্যক্ষেত আর তরুশ্রেণীর সবুজ পরিবেষ্টন এখানে এ জনপদটিতে ছড়িয়ে রেখেছে স্নিগ্ধতার আবহ। আম কাঁঠালের বনের সস্নেহ শ্যামল ছায়া ঘিরে আছে গ্রাম ও লোকালয়। এখানে চোখ মেললেই উত্তর দিগন্তে ধরা দেয় বিশাল পর্বতমালা হিমালয়ের রজতমুকুট কাঞ্চন জঙ্ঘা বিস্ময়কর রুপ। সমতল ভূমি হলেও তাই এর প্রকৃতির স্বভাবের মধ্যে ছড়িয়ে আছে এক ধরণের পর্বত- উদারতা । ছড়িয়ে আছে রুপ বিমুগ্ধ চিত্তের বিস্ময় -বিমূঢ় মৌনতাও ।বড় কোন নদ -নদী বহমান নয় এখানে। তবে বেশ কিছু ছোট নদীর স্বচ্ছতোয়া ধারা কলকল করে বয়ে চলেছে। আছে বিপুল জলরাশির আধার অসংখ্য পুকুর - দীঘি। আর এসব নদী ও জলাশয়ের নিস্তরঙ্গ পানির মতই এখানে আবর্তিত হচ্ছে এক শান্ত জীবনধারা।

ঠাকুরগাঁও এর নামকরণের ইতিহাস সম্পর্কে যা পাওয়া গেছে তাহল, বর্তমানে যেটি জেলা সদর অর্থাৎ যেখানে জেলার অফিস আদালত অবস্থিত সেখান থেকে ৮ কিঃমিঃ উত্তরে আকচা ইউনিয়নের একটি মৌজায় নারায়ণ চক্রবর্তী ও সতীশ চক্রবর্তী নামে দুইভাই বসবাস করতেন । সম্পদ ও প্রভাব প্রতিপত্তির কারনে তারা সেই এলাকায় খুব পরিচিত ছিলেন। সেখানকার লোকজন সেই চক্রবর্তী বাড়ীকে ঠাকুরবাড়ী বলতেন। পরে স্থানীয় লোকজন এই জায়গাকে ঠাকুরবাড়ী থেকে ঠাকুরগাঁও বলতে শুরু করেন। চক্রবর্তী বাবুরা এখানে একটি থানা স্থাপনের প্রয়োজন অনুভব করেন। তাদের অনুরোধে জলপাই গুড়ির জমিদার সেখানে একটি থানা স্থাপনের জন্য বৃটিশ সরকারকে রাজী করান। ১৮০০ খ্রিষ্টাব্দের গোড়ার দিকে এখানে একটি থানা স্থাপিত হয়। আর তার নাম দেওয়া হয় ঠাকুরগাঁও থানা। পরর্তীতে নানা কারণে টাঙ্গন নদীর পূর্ব তীরে নিশ্চিন্তপুরে ঠাকুরগাঁও থানা স্থানান্তরিত হয়। আর এ থানাকে কেন্দ্র করে ১০টি থানা নিয়ে ১৮৬০ খ্রিষ্টাব্দে ঠাকুরগাঁও মহকুমা গঠিত হয়। বর্তমান পঞ্চগড় জেলার পাঁচটি থানাই ঠাকুরগাঁও মহকুমার অন্তরগত ছিল। ১৯৮৪ খ্রিষ্টাব্দে ১লা ফেব্রুয়ারী ৫টি থানা নিয়ে এই ঠাকুরগাঁও এর নাম বাংলাদেশের মানচিত্রে চিহ্নিত হয় জেলা রুপে।

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় এ পৌরসভাটির অবস্থান  তাই এর নামকরণ করা হয়েছে ঠাকুরগাঁও পৌরসভা। বর্তমানে জগন্নাথপুর, সালান্দর,আকচা, নিশ্চিন্তপুর, গোন্দিনগর,ছিটচিলারং,হরিহরপুর ও রহিমানপুর এই আটটি মৌজার মোট ৩০.০০ বর্গ কিলোমিটার জায়গা নিয়ে এ পৌরসভাটির অবস্থান। গত ১লা মার্চ,১৯৫৮ ইং তারিখে নিশ্চিন্তপুর, জগন্নাথপুর,  সালন্দর ও গোবিন্দনগর এই ৪টি মৌজা সহ মোট ১৬.০০ বর্গ কিলোমিটার  জায়গা নিয়ে এ পৌরসভা গঠিত হয়। পরবর্তীতে  ৩রা ফেব্রুয়ারী ১৯৯৭ ইং তারিখে এটি ‘‘ক’’  শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়।

ভিশন

‘‘২০২১ সালের মধ্যে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন, উন্নত শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া সুবিধা সমৃদ্ধ, টেকসই অবকাঠামো নির্মাণ করে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা সহ সুপরিকল্পিত উন্নত ড্রেনেজ, পয়ঃনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাসহ বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করে, কৃষি ভিত্তিক শিল্পাঞ্চল গড়ে, পরিবেশ ও নারীবান্ধব, সন্ত্রাস ও মাদকমুক্ত, ন্যায় বিচার প্রতিষ্ঠায় উদ্যোমী, স্বচ্ছ পৌর পরিষদ প্রতিষ্ঠা করে, উন্নত নাগরিক সুবিধা নিশ্চিত করে, আলোকিত ও নান্দনিকতায় পরিপূর্ণ পৌরসভা গড়তে/দেখতে চাই।’’

মিশন

‘‘সকল প্রকার নাগরিক সেবা সুবিধা নিশ্চিত করে ২০২১ সালের মধ্যে ঠাকুরগাঁও পৌরসভাকে পরিবেশ-বান্ধব, সকল প্রকার বর্জ্য-দুষণমুক্ত  এবং আর্থিক ও প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ একটি পরিকল্পিত নিরাপদ স্বয়ংসম্পূর্ণ শিল্প নগরী হিসেবে গড়ে তোলা হবে।’’