Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
শালবাড়ি মসজিদ ও ইমামবাড়া
স্থান

ঠাকুরগাঁও উপজেলার পশ্চিমে ভাউলারহাটের নিকটে শালবনে অবস্থিত

যোগাযোগ

0

বিস্তারিত

ঠাকুরগাঁও সদর উপজেলা থেকে ২০ কিলোমিটার পশ্চিমে ভাউলারহাটের কাছে ঐতিহাসিক শালবাড়ি মসজিদ (Shalbari Mosque) অবস্থিত। শালবাড়ি মসজিদের থেকে প্রাপ্ত শিলালিপির তথ্যানুসারে, ১২১৫ বঙ্গাব্দে এই মসজিদটি নির্মাণ করা হয়। পরবর্তীতে সংস্কারের ফলে মসজিদটির মূল নকশায় বিপুল পরিবর্তন সাধিত হয়। শালবাড়ি মসজিদ থেকে কিছুটা দূরে ভগ্নাবস্থায় একটি ইমামবাড়া (Imambara) রয়েছে। শালবাড়ি মসজিদ ও ইমামবাড়া এ দুটি স্থাপনাকে সমসাময়িক বলে ধারণা করা হয়। ইমামবাড়ার বাইরের অংশের দৈর্ঘ্য ১৯ ফুট ৬ ইঞ্চি এবং প্রস্থ ১৩ ফুট। এছাড়া পূর্ব ও পশ্চিম দিকের দেয়ালে ২টি করে ৪টি এবং উত্তর ও দক্ষিণে ১ করে ২টি দরজা রয়েছে। ইমামবাড়াতে বিভিন্ন ধরণের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।

 

কিভাবে যাবেন

ঢাকা থেকে সড়ক ও রেলপথে ঠাকুরগাঁও যাওয়া যায়। কর্ণফুলি পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, নাবিল পরিবহন, বাবলু এন্টারপ্রাইজ ও কেয়া পরিবহন প্রভৃতি বাসে ঢাকা হতে ঠাকুরগাঁও যেতে পারবেন। ঠাকুরগাঁও জেলা শহর হতে অটোরিকশা বা সিএনজি নিয়ে ভাউলারহাটের কাহে অবস্থিত শালবাড়ি মসজিদে যাওয়া যায়।