বালিয়াডাঙ্গী উপজেলা থেকে প্রায় সাত কি.মি. পশ্চিমে মোড়লহাটের সন্নিকটে।
বালিয়াডাঙ্গী উপজেলা থেকে প্রায় সাত কি.মি. পশ্চিমে মোড়লহাটের সন্নিকটে ফতেপুর মসজিদ। এটি মোগল আমলে নির্মিত। মসজিদে তিনটি গম্বুজ আছে। চারকোন চারটি অর্ধনিমগ্ন কৌনিক থাম রয়েছে যার নিচের অংশে ঘড়ার নকশা আছে। এছাড়া পূর্ব ও পশ্চিমে দেয়ালে আছে দুটি করে চারটি থাম। মসজিদটিতে ছয় ফুট উচ্চতার একটি দরজা আছে। কিন্তু মসজিদটিতে কোন মিহরাব নেই তবে মিহরাবের ফ্রেম রয়েছে। এর বাইরের আয়তন দৈর্ঘ্যে ত্রিশফুট ছয় ইঞ্চি এবং প্রস্থে ছয় ইঞ্চি। ভিতরের প্রশস্থতা এক কাতারে নামাজ পড়ার মত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস