Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
তামলাই দিঘি, পীরগঞ্জ
বিস্তারিত

মোঘল আমলের প্রথম দিকে ১৭৪৬ খ্রিঃ হইতে ১৭৫০ খ্রিঃ পর্যন্ত তিন ধাপে এই দিঘিটি খনন করা হয়। এই দিঘিটিতে চার দিকে ৪টি ঘাট রয়েছে। দিঘিটির দক্ষিণ ঘাটে তামার মূর্তির একটি মন্দির ছিল। যেটির স্থলে এই তাম্র থেকে তামলাই দিঘি নামকরণ করা হয়। রাজা উদ্রনাথের উত্তরসূরি এই দিঘিটি খনন করেন। ঠাকুরগাঁও থেকে ৩৫ কিঃ মিঃ দক্ষিণে পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মল্লিকপুর ওয়ার্ডে এই তামলাই দিঘির অবস্থান। প্রায় ১২০ বিঘা জমির উপর এই বিশাল দিঘিটি বিস্তৃত। প্রাচীন আমল থেকে দূরদুরান্তের মানুষ এই দিঘি দর্শন করতে আসে। দর্শনার্থীদের জন্য বর্তমানে কৃত্রিমভাবে এটি আরো উন্নত করা হয়েছে। ভ্রমণপিপাসু মানুষেরা এই দিঘিটি অবলোকন করতে আসেন। ঠাকুরগাঁও শহরের কেন্দ্র হতে জায়গাটির দূরত্ব ৩৭.৫ কিলোমিটার।

কিভাবে যাওয়া যায়:

ঠাকুরগাঁও থেকে ৩৫ কিঃ মিঃ দক্ষিন পীরগঞ্জ উপজেলা দৌলতপুর ইউনিয়নের মল্লিকপুর ওর্য়াডের এই তামলাই দিঘী অবস্থান এই দিঘীর ১০০ বিঘা জমির উপর এই বিশাল এই দিঘী প্রাচীন আমল থেকে দুর দুর্ন্তের মানুষ এই দিঘী দেখতে আসে এবংতারা আনন্দ পায় ।