Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
গড়খাঁড়ি দুর্গ
স্থান
বালিয়াডাঙ্গী উপজেলা থেকে প্রায় দশ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বেলতলা গ্রামে গড়খাঁড়ি দুর্গটি অবস্থিত
বিস্তারিত

বালিয়াডাঙ্গী উপজেলা থেকে প্রায় দশ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বেলতলা গ্রামে গড়খাঁড়ি নামক একটি দুর্গ পাওয়া যায়। দুর্গটি তীরনই নদীর পশ্চিম তীরে অবস্থিত। দৈর্ঘ্যে প্রস্থে ৬০০ × ৪০০ মিটার আয়তনের দুর্গটির মাটির প্রাচীরগুলো বর্তমানে প্রায় ২০ ফুট উঁচু। গড়টির বাইরে প্রাচীর সংলগ্ন চারদিকে গভীর জলাধার ছিল এবং তার একটি মুখ তীরনই নদীর সাথে যুক্ত ছিল। দুর্গটিতে নদীপথে আসা-যাওয়ার জন্য এই মুখটি ব্যবহার করা হতো। হয়তো এর থেকে দুর্গটির বর্তমান নাম হয় গড়খাঁড়ি। গড়টিতে মাটির প্রাচীরের কিছু অংশ এবং প্রায় ভরাটকৃত জলাশয়ু ছাড়া অন্য কিছু দেখা যায় না। দুর্গটির সময়কাল নির্ণয় করা দুঃসাধ্য।এর সঠিক ইতিহাসও জানা যায় না। তবে স্থানীয় বাসিন্দাদের ধারণা এটি সম্রাট শাহজাহানের সময় দ্বিতীয় দফা ব্যবহার করা হয়েছে। তার পূর্বে ধর্মরাজা নামক এক রাজার নিবাস ছিল এখানে। এসব থেকে ধারণা করা যায় দুর্গটি ধর্মপালের কোনো সেনা ছাউনি ছিল। দুর্গটি থেকে জগদল দু'কিলোমিটার দক্ষিণে।