ঠাকুরগাঁও জেলার স্বাস্থ্য বিভাগীয় তথ্য
ঠাকুরগাঁও জেলার অধিকাংশ জনগণ দরিদ্র। এ জেলার জনগণ তাদের দৈনন্দিন চিকিৎসার জন্য সরকারী চিকিৎসা ব্যবস্থার উপর নির্ভরশীল। সরকারী ব্যবস্থাপনায় ঠাকুরগাঁও জেলার জেলা সদরে একটি ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল ও একটি বক্ষব্যাধী হাসপাতাল রয়েছে। জেলার চারটি উপজেলা পীরগঞ্জ, রাণীশংকৈল, বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলা সদরে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এছাড়া জেলার ৫১ টি ইউনিয়নে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাধ্যমে জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
ক্রমিক | হাসপাতালের নাম | মঞ্জুরীকৃত চিকিৎসক | কর্মরত চিকিৎসক | শূন্য পদ |
১. | ঠাকুরগাঁও সদর হাসপাতাল | ২২ | ১৮ | ০৪ |
২. | ঠাকুরগাঁও বক্ষব্যাধী হাসপাতাল | ০২ | ০২ | ০০ |
৩. | ঠাকুরগাঁও সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | ২২ | ০৪ | ১৮ |
৪. | বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | ২৮ | ০৮ | ২০ |
৫. | পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | ১৯ | ০৫ | ১৪ |
৬. | রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | ২৮ | ০৬ | ২২ |
৭. | হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | ২৬ | ০৩ | ২৩ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS