Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Mohini taj
Location

ঠাকুরগাঁও শহর থেকে প্রায় ১২ কি:মি: উত্তর-পশ্চিমে আখানগর ইউনিয়নের চতুরাখোড় মাধবীকুঞ্জ নামক স্থানে প্রতিষ্ঠানটি অবস্থিত।

Transportation

ঠাকুরগাঁও শহর থেকে প্রায় ১৪ কি:মি: উত্তর-পশ্চিমে আখানগর ইউনিয়নের চতুরাখোড় মাধবীকুঞ্জ নামক স্থানে প্রতিষ্ঠানটি অবস্থিত।

Contact

ঠাকুরগাঁও শহর থেকে প্রায় ১২ কি:মি: উত্তর-পশ্চিমে আখানগর ইউনিয়নের চতুরাখোড় মাধবীকুঞ্জ নামক স্থানে ব্যক্তি উদ্যোগে নির্মাণ করা হয়েছে “মোহিনী তাজ

Details

“মোহিনী তাজ” ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের চতুরাখোর মৌজার মাধবীকুঞ্জ নামক স্থানে অবস্থিত। ঠাকুরগাঁও শহর হতে ১৭ কি:মি: পশ্চিমে খোলামেলা, নির্মল পরিবেশে এটির অবস্থান। নিরিবিলি সবুজে ঘেরা মায়াবী পরিবেশে অবস্থিত  প্রতিষ্ঠানটির নির্মাত ডা: মোহা: ফিরোজ জামান জুয়েল উৎসর্গ করেছেন তার স্ত্রী ডা: জেসমিন রহিম- কে। দীর্ঘ ১২ বছর প্রতিক্ষার পর পিতা হওয়ায় নির্মাতা এটি স্রষ্টার প্রতি কৃতজ্ঞতার বহিপ্রকাশ হিসাবে নির্মাণ করেছেন। এটির নকশা প্রতিষ্ঠাতা নিজেই করেন এবং এখানে প্রথিবীর মৌলিক উপকরন, মানুষের জীবন দর্শন, পারিবারিক ইতিহাস, ব্যক্তিগত স্মরনীয় ঘটনা, দৃষ্টি নন্দন নকশা ও কারুকার্য মিলিয়ে ২৪টি উপাদানের সমন্বয়ে তিটি এটি নির্মান করেন। যা প্রবেশ দ্বারের মূল ফটকে বিস্তারিত বর্ণিত আছে। এটি একটি দৃষ্টি নন্দন প্রতিষ্ঠান, স্ত্রীকে উৎসর্গ করা হয়েছে বলে স্থানীয় লোকেরা প্রতিষ্ঠানটিকে তাজমহল নামে চেনেন।